‘লায়নরা বিশ্বব্যাপী অবহেলিত মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। একইসঙ্গে অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সেবা দিতে উদ্বুদ্ধ করছেন।‘
বৃহস্পতিবার (২০ মার্চ) নগরের হোটেল আগ্রাবাদে ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।
ক্লাব উপদেষ্টা লায়ন শওকত আলী চৌধুরীর সঞ্চালনা এবং লায়ন আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫-বি৪ এর গভর্নর লায়ন নাছির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মনজুর আলম মনজু, গভর্নর (ইলেক্ট) লায়ন কামরুন মালেক, প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন শফিউর রহমান, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রফিক আহমেদ, লায়ন মো. নুরুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন শাহ আলম বাবুল, লেডী ডিজি লায়ন শামীম আরা, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর (নমিনেটেড) লায়ন আল সাদাত দোভাষ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন জাহেদুল ইসলাম, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মুসলেহ উদ্দিন খান, কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন মো. ফখরুদ্দিন, ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের লায়ন কবিরুল ইসলাম, লায়ন আফরোজা বেগম, লায়ন ইকবাল হোসাইন মজুমদার, লায়ন ইঞ্জিনিয়ার মিনহাজুল ইসলাম, লায়ন ইয়াসমিন কবির, লায়ন মো. জাহাঙ্গীর, লায়ন মনজুর আলম, লায়ন আবু তাহের, লায়ন আবুল কালাম, লায়ন কুতুব উদ্দিন, লায়ন নুরুল আলম, লায়ন মাহবুবুর রহমান, লায়ন মোজাম্মেল, লায়ন মাসুদ, লায়ন তাহের ও লায়ন আমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও জেলা সভাপতি লিও আনোয়ারুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি লিও মেহেদী হাসান, গোল্ডেন সিটি লিও ক্লাব সভাপতি মো. শহীদুল্লাহ্ সজীব, প্রাক্তন সভাপতি লিও লোকমান, লিও জায়েদ বিন আলী, লিও সাইফুল ইসলাম, ক্লাব সেক্রেটারি লিও মাইনুল হাসান রিয়াদ, ক্লাব ট্রেজেরার লিও লিজা দাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর ও প্রাক্তন ক্লাব সভাপতিদের সম্মাননা প্রদান এবং নতুন সদস্যদের শপথ গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।