রাউজানে মাস্টার দা সূর্যসেনের জন্মবার্ষিকী পালিত

রাউজানে বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২২ মার্চ) রাউজান সূর্যসেন চত্বরে তাঁর আবক্ষমূর্তিতে মাস্টার দা সূর্যসেন পাঠাগার পরিচালনা কমিটি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শিল্পকলা একাডেমি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।

- Advertisement -google news follower

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মাস্টার দা সূর্যসেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল পালিত, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, শোয়েব খান, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, তসলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, আরিফুল হক চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, জিয়াউল হক রোকন, সাবের উদ্দিন, জাহেদ বাবলু, ছাত্রলীগ নেতা আশিফ, নাসির উদ্দিন, ফয়সাল মাহমুদ ও অরমান সিকদার।

অপরদিকে মাস্টার দা সূর্যসেনের বসতভিটায় আবক্ষমূর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন নোয়াপাড়া বিপ্লবী মাস্টার দা সূর্যসেন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ।

- Advertisement -islamibank

উল্লেখ, রাউজানের নোয়াপাড়ায় ১৮৯৪ সালে মাস্টার দা সূর্যসেন জন্মগ্রহণ করেন । বৃটিশ সরকারের শাসনামলে অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে মাস্টার দা সূর্যসেন চট্টগ্রামের পুলিশ লাইনের অস্ত্রাগার লুণ্ঠন করেন তাঁর সহযোগীদের নিয়ে ।

পরবর্তী বৃটিশ সরকার তাঁকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। হত্যার পর সূর্যসেনের মরদেহ স্বজনদের কাছে ফেরত না দিয়ে বৃটিশ সরকার মরদেহ সাগরে ফেলে দেয়।

জয়নিউজ/শফিউল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM