বাঁশখালীসহ ৫ উপজেলায় ভোট রোববার

দক্ষিণ চট্টগ্রামের পাঁচ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (২৪ মার্চ)। তৃতীয় ধাপের এ নির্বাচনে ভোটযুদ্ধে নামছেন ১৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ৩১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী।

- Advertisement -

উপজেলাগুলো হচ্ছে- পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী ও লোহাগাড়া।

- Advertisement -google news follower

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জয়নিউজকে জানান, পাঁচ উপজেলায় ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী উপজেলাগুলোতে পৌঁছে গেছে। ৩ হাজার ৬০৫ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৬ হাজার ৩১২ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণে অংশ নিবেন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র‌্যাব-আনসারের টহল থাকবে।

এছাড়াও রোববার (২৪ মার্চ) আনোয়ারা উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না।

জয়নিউজ/পার্থ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM