ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী পরিষদের প্রথম সভার মাধ্যমে অভিষেক হলো ডাকসু কমিটির। দীর্ঘ ২৮ বছর পর উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায় ডাকসু ভবনে এ সভা শুরু হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এ বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নির্বাচিত সদস্যরা।
এরমধ্যে ভিপি, জিএস ও এজিএসের অফিসকক্ষ প্রস্তুত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তারা নিজ নিজ কক্ষে বসবেন।
দীর্ঘ ২৮ বছর পর ডাকসু ঘিরে এমন একটা কর্মচাঞ্চল্যময় দিন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে রাজু ভাস্কর্যের পাদদেশে কার্যনির্বাহী কমিটির বৈঠক ও অভিষেক অনুষ্ঠানের প্রতিবাদে লাল কার্ড প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন প্রগতিশীল শিক্ষার্থীরা।