কোনো প্রচারণা ছাড়াই মুক্তি পেল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর নতুন ছবি ‘লিডার’। শুক্রবার (২২ মার্চ) হঠাৎ করেই ঢাকার রাস্তার আশেপাশে এই সিনেমার পোস্টার দেখা যায়। দীর্ঘ প্রতীক্ষার পর অনেকটা গোপনেই মুক্তি পেল ‘লিডার’। ঢাকাই সিনেমার দূর্দিনে মৌসুমীর মত একজন নায়িকার সিনেমা এমন নীরবে মুক্তি পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই।
এ বিষয়ে ‘লিডার’ সিনেমার পরিচালক দিলশাদুল হক শিমুল বলেন, সিনেমাটি নিয়ে শুরু থেকেই বিভিন্নরকম ঝামেলা পোহাতে হয়েছে।
শিল্পীদের কাছ থেকে সহযোগিতার পাশাপাশি অসহযোগিতাও পেয়েছি। শুটিংয়ের জন্য কল দিয়েও সঠিক সময়ে শিল্পীদের পাইনি। সেন্সর ছাড় পেতেও অনেক ধকল গেছে। কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও পেছাতে হয়েছে। তাই প্রচার ছাড়াই ছবিটি মুক্তি দিয়েছি। এখন প্রচারণা চলবে। দর্শকের ভালো লাগলে ঠিকই দর্শক দেখবে ছবিটি।
দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ ছবি।
অবশ্য বিভিন্ন অভিযোগ এনে সিনেমাটি থেকে অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছেন এর অভিনয়শিল্পী মৌসুমী, ওমর সানি।
রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘লিডার’ সিনেমায় আরো অভিনয় করেছেন ফেরদৌস, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ। তবে সিনেমাটির সেল রিপোর্ট ভালো বলেও জানিয়েছেন পরিচালক।
জয়নিউজ/আরসি