বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যার ৪ দিন পর শনিবার (২৩ মার্চ) সকালে মামলা করা হয়েছে।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মুনির হোসেন বাদি হয়ে বিলাইছড়ি থানায় এজাহারনামীয় ২০ জন এবং অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে একটি খুনের মামলা করেছেন। যার প্রধান আসামি করা হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা জেএসএস সভাপতি শুভমঙ্গল চাকমাকে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ স্ত্রী-ছেলেসহ নৌকাযোগে আসার পথে আলিখ্যাং ও পাংকোয়াপাড়ার মাঝামাঝি এলাকায় নৌকা থেকে জোর করে নামিয়ে সুরেশ তঞ্চঙ্গ্যাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।