প্রশাসনের বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে ১১৭ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে । এটি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন । যা চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ১৫ উপজেলায় মোতায়েন রয়েছে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখেরও বেশি সদস্য।
এদিকে এ ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ৩২ প্রার্থী। এছাড়া, ৬টি উপজেলার সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে ১১৭টি উপজেলায়। এর মধ্যে চারটি উপজেলায় ভোটাভুটি হবে ইভিএম পদ্ধতিতে।
এরমধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ২৬টিতে। ভাইস চেয়ারম্যান পদে ৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ৮ উপজেলায়।
তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ১২৯ উপজেলায় নির্বাচনের কথা থাকলেও স্থগিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়ার ভোট।