চন্দনাইশে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চন্দনাইশের একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ভর্তি করা হয়।

- Advertisement -

এ ঘটনায় আরেক পুলিশ সদস্য শাহ আলম (৫৬) ও আবু নোমান (৩৯) নামে এক ভোটার আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

রোববার (২৪ মার্চ) ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে হামলা চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে অন্তত ১৪-১৫ রাউন্ড গুলি বিনিময় হয়।। এসময় পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেনের পেটে গুলি লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী জয়নিউজকে বলেন, কেন্দ্রটি দখলে নিতে চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজিম উদ্দিনের সমর্থকরা হামলা চালায়। এসময় পুলিশ সদস্য ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হন। তাকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -islamibank

এ ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, গুলিবিদ্ধ ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্যাজুয়ালিটি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

জয়নিউজ/পলাশ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM