রামগড় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রোববার (২৪ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগী গ্রাহক ও মসজিদ কমিটির ব্যানারে রামগড় বাজার এলাকায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবিনা ইয়াছমিন, নুরুল ইসলাম, বেলাল হোসেন, জামাল হোসেন, রুটন দেবনাথ প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা শূন্য ইউনিটের বিপরীতে অতিরিক্ত বিল করে গ্রাহক হয়রানিসহ নানা ভোগান্তির কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, চৌধুরীপাড়া মসজিদের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করার পরও ১ লাখ ৬৩ হাজার ৩৭৫ টাকার কাল্পনিক বিল ইস্যূ করা হয়।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, প্যানেল মেয়র আহসান উল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলাম।
পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।