লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

তৃতীয় পর্যায়ে উপজেলা নির্বাচনে রোববার (২৪ মার্চ) লক্ষ্মীপুরে ৫ উপজেলার ৪৫৮টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম। বেলা ১১টার দিকে সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কয়েকটি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে।

- Advertisement -

আইন-শৃঙ্খলা বাহিনী ছিনতাইকৃত ২১টি ব্যালট পেপার উদ্ধার করে। তবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।

- Advertisement -google news follower

এ নির্বাচনে ১৮ জন চেয়ারম্যান, ২৯ জন সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ৬শ’ ৯৬ জন। প্রতিটি কেন্দ্রে পুলিশ-আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

এছাড়া ২৬ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব ও বিজিবির সদস্যরা ছিল মাঠে ।

জয়নিউজ/আতোয়ার/মনির
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM