রামু উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সোহেল সরওয়ার কাজল।
রোববার (২৪ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে রামু সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা দেন।
নিবার্চনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল (আনারস) পেয়েছেন ৩১২৩৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ দলীয় প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম (নৌকা) পেয়েছেন ২৯৪৯২ ভোট।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন (তালা) ২২৫৩১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (চশমা) পেয়েছেন ১৬৭৩৪ ভোট।
রামু উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী আফসানা জেসমিন পপি (কলস ) ৩১৩৭৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মনোয়ারা ইসলাম নেভী (ফুটবল) পেয়েছেন ১৭১৯২ ভোট।
রামু সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো ধরনের সহিংসতা ছাড়াই জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
জয়নিউজ/বিশু/খালেদ