ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে ছয় পুলিশসহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) মো. নুরুল আবছার নামে এক ব্যক্তি চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্ত নয়জন হলেন পতেঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বর্তমানে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া, পতেঙ্গা থানার উপ-পরিদর্শক প্রণয় প্রকাশ, উপ-পরিদর্শক আবদুল মোমিন, সহকারী উপ-পরিদর্শক তরুণ কান্তি শর্মা, সহকারী উপ-পরিদর্শক কামরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক মিহির কান্তি, পুলিশের সোর্স মো. ইলিয়াছ, মো. জসিম এবং মো. নুরুল হুদা।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দিন চৌধুরী জয়নিউজকে জানান, আটকের পর ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে ৬ জন পুলিশ ও ৩ জন পুলিশ সোর্সের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। আদালত দুর্নীতি দমন কমিশনের পরিচালককে উপযুক্ত তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার বাদি নুরুল আবছার পতেঙ্গা থানার কোনার দোকান এলাকার বদিউল আলমের ছেলে।