জয়নিউজবিডি ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের নন্দনকানন ইউনিট এগারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম জানান, সকাল সাড়ে দশটা দিকে ডিবি কার্যালয় থেকে একটি বিকট শব্দ শুনা যায়। যেখানে সিএমপির ওয়াইফাই সার্ভার রক্ষিত ছিলো। এরপর আগুন বিভিন্ন সরঞ্জামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষয়ক্ষতি সম্পর্কে আমেনা বেগম জয়নিউজবিডিকে বলেন, ওয়াইফাই সার্ভার রুমের যন্ত্রপাতির পাশাপাশি ডিবি পুলিশের কিছু জ্যাকেট, প্ল্যাস্টিক জাতীয় কিছু কৌটা পুড়েছে। উল্লেখ যোগ্য কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
এফএম/ বিপি