পেকুয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছে। এসময় ৮টি বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে নিহত জলদস্যুদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার মগনামা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব কক্সবাজার কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পেকুয়া উপজেলার মগনামা এলাকায় অভিযানে যান। এসময় একটি জলদস্যু বাহিনীকে ধাওয়া করলে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় তারা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে জলদস্যুরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৮টি বন্দুক ও ২৬ রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় দুই জলদস্যুকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য পেকুয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। নিহত জলদস্যুদের শনাক্তের চেষ্টা চলছে।