ফেনীতে নাট্যাধারার ‘শিখন্ডী কথা’র প্রদর্শনী আজ

ফেনীর কিশোর থিয়েটারের দুই যুগপূর্তি উপলক্ষে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আঞ্চলিক নাট্যোৎসবে বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় মঞ্চস্থহবে চট্টগ্রামের গ্রুপ থিয়েটার নাট্যাধারের নাটক ‘শিখন্ডী কথা’।

- Advertisement -

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক মোস্তফা কামাল যাত্রা।

- Advertisement -google news follower

এই নাটকে হিজড়া জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার বহুমাত্রিক নাট্যায়ন তুলে ধরার মাধ্যমে নাট্যাধার হিজড়াদের প্রতি মানবিক আচরণ করতে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়েছেন।

ইতোমধ্যে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় ‘শিখন্ডী কথা’র ৭৭টি প্রদর্শনী হয়েছে। ফেনী শিল্পকলায় অনুষ্ঠিত আঞ্চলিক নাট্যোৎবের ষষ্ঠদিবসে ‘শিখন্ডী কথা’র ৭৮ তম প্রদর্শনী মঞ্চস্থ হবে।

- Advertisement -islamibank

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আতাউর রহমান মুন্না, মো. বাহাউদ্দিন মিরান, জামাল হোসাইন মঞ্জু, নাদিরা সুলতানা হেলেন, হারুন বাব,শাখাওয়াত শিবলী, অলচেন দাশ, আসিফ উদ্দিন শুভ, এইচকে আঁখি, আইরিন মেহজাবিন, জসিম উদ্দিন আহমেদ, জিতেন ভাস্কর, মাসউদ আহমেদ, নোমানহিমালয়, রোমানা রসিদ, সবরিনা রেজা শিমুল, আয়াজ, তিনা, সবুজ, রানা এবং মোহাম্মদ আলী। সঙ্গীতে রয়েছেন নজরুল ইসলাম তুহিন।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM