লোকসভা নির্বাচনে দলের ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মোদী-শাহ জুটির শাসনে দেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশে করেছেন মমতা। এছাড়া তিনি কাশ্মীর সমস্যা সমাধান ও যোজনা কমিশন ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য রাখেন।
মমতা বলেন, আমি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তাই কেউ না পারলে আমাকে দায়িত্ব দিক। কাশ্মীরে গিয়ে থাকব। ওখানকার মানুষদের সঙ্গে কথা বলব। সমস্যা বোঝার চেষ্টা করব। পরিবর্তে কিছু চাই না আমার।
ইশতেহার প্রকাশ করে তিনি বলেন, ভোটের পর অভিন্ন নুন্যতম কর্মসূচি তৈরি করা হবে। তার ভিত্তিতেই সরকার গঠন হবে। আর সব শ্রেণি ও বয়সের মানুষের কথা ভেবেই ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানান তিনি।