‘দেশের রাজস্ব আয়ের প্রধান খাত হবে আইসিটি’

সেদিন বেশি দূরে নয় দেশের রাজস্ব আয়ের প্রধান খাত হবে আইসিটি সেক্টর বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৮টায় জিইসি কনভেনশন সেন্টারের বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

মেয়র নাছির বলেন, এখন একটা ছোট শিশু ডিজিটাল তথ্য প্রযুক্তি সম্পর্কে জানে। এসময় আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। যতদ্রুত সম্ভব এগিয়ে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।

তিনি বলেন, চসিক এখন ডিজিটাল হয়েছে। চসিকের ট্রেন্ডার ব্যবস্থা ডিজিটাল পদ্ধতিতে করা হয়। আমাদের নতুন প্রজন্ম অনেক এগিয়ে আছে। তাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

- Advertisement -islamibank

বাংলাদেশ কম্পিউটার সমিতির চেয়ারম্যান মো. সুফিয়ান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার, মহাসচিব মোশারফ হোসেন সুমন, সহসভাপতি আমিনুর ইসলাম ও মেলা কমিটির আহ্বায়ক দিদারুল আলম জুয়েল।

বিসিএস ডিজিটাল এক্সপো মেলায় ১৮টি প্যাভিলিয়নে ৬৪টি স্টল রয়েছে। এ মেলা চলবে চারদিন পর্যন্ত। মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে ১০ টাকা।

জয়নিউজ/ফয়সাল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM