গুলশানে আগুনের ঘটনা তদন্তে কমিটি

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ পরিচালক (ডিডি) মো. শামীমকে প্রধান করে গঠিত এ কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (৩০ মার্চ) ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

- Advertisement -google news follower

গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগার বিষয়ে শাকিল নেওয়াজ বলেন, এখানে বিভিন্ন ধরনের পণ্য ছিল। কেমিক্যাল বিস্ফোরণের সম্ভাবনা ছিল। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তসাপেক্ষে আমরা এটা বলতে পারব। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাতদিনের মধ্যে প্রতিবেদন দেবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/অভিজিত/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM