গার্মেন্টস ও টেক্সটাইল মেশিনারি এক্সপো শুরু ৪ এপ্রিল

তিন দিনব্যাপী ৪র্থ বাংলাদেশ আন্তর্জাতিক গার্মেন্টস ও টেক্সটাইল মেশিনারি এক্সপো ২০১৯ শুরু হচ্ছে ৪ এপ্রিল। শনিবার (৩০ মার্চ) সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

- Advertisement -

সংবাদ সম্মেলনে রেড কার্পেট ৩৬৫ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে ১৫টি দেশের ১৩৫টি স্টল অংশ নেবে। দেশি- বিদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলার ও সরবরাহকারীরা মেলায় তাদের পণ্যের নতুনত্ব এবং এ খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবে।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড কার্পেট ৩৬৫ লিমিটেডের মার্কেটিং পরিচালক ফাতেমাতুজ জোহরা, বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম ও জ্যাক মেশিনারি ইম্পোর্ট-এক্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক ফজলে করিম লিটন।

জয়নিউজ/ফয়সাল/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM