সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে ২২ রোহিঙ্গাসহ ৩২ জনকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ।
শনিবার (৩০ মার্চ) ভোরে ছেড়াদ্বীপসহ সেন্টমার্টিন উপকূলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে তিনজন দালালও রয়েছে। অভিযানে একটি ট্রলারও জব্দ করা হয়।
আটককৃত দালাল হলো- মোহাম্মদ কবির, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হোসেন। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান জয়নিউজকে জানান, সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছিল- এমন সংবাদ পেয়ে সেন্টমার্টিন উপকূলের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে ছেড়াদ্বীপ ও সেন্টমার্টিনের বিভিন্ন স্থান থেকে লুকিয়ে থাকা ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২২ জন রোহিঙ্গা রয়েছে। এছাড়া তিন দালালকে আটক করা হয়েছে। অভিযানে স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরাও অংশ নেন। এবিষয়ে মামলার আইনি প্রক্রিয়া চলছে।