লক্ষ্মীপুরে ৫ শতাধিক চক্ষু ও ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার (৩০ মার্চ) দিনব্যাপী সদর উপজেলার টুমচর গ্রামে লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইস্ট, লক্ষ্মীপুর সেন্ট্রাল ও আনোয়ারা মনছুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।
এছাড়া আরো ১০০ জন রোগীকে বিনামূল্যে চোখে লেন্স সংযোজন করা হবে বলেও জানান আয়োজকরা। তাদেরকে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
চিকিৎসা শিবিরে সেবা দেন ডা. এ কে সফিক উদ্দিন আহমদ, ডা. মো. হানিফুর রহমান ও মো. সাখাওয়াত হোসেন।