জুরাছড়ি উপজেলায় টিআর-কাবিখা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সোলার হোম সিস্টেম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান ও জেনারেটর বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, হেডম্যান করুণাময় চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফের রাঙামাটি এরিয়া ব্যবস্থাপক ললিত চাকমা। ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। এলাকায় বিশৃঙ্খলাকারী বা পার্বত্য চুক্তিবিরোধীরা যাতে কোনো অবস্থাতেই অনুপ্রবেশ বা ত্রাস সৃষ্টি করতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।