রামগড়ে উন্নয়ন ভাবনা নিয়ে মহিলা সমাবেশ

খাগড়াছড়ির রামগড়ে দেশের উন্নয়ন অগ্রগতির বিষয় নিয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

রোববার (৩১মার্চ) সকাল ১১টায় পুরাতন জেলখানা চত্বরে উপজেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ, অটিজম ও মানব পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত বলেন, কিছু অসচেতন অভিভাবক মেয়েদেরকে বোঝা মনে করে ১৮ বছরের আগে বাল্যবিবাহ দিয়ে দেন, ফলে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেন। তাই বাল্যবিবাহ বন্ধে তিনি উপজেলার সকল মানুষের সহযোগিতা কামনা করেন।

- Advertisement -google news follower

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.জাঙ্গাগীর আলম ও সমাজ সেবা অফিসার মো.আজিজুর রহমান।

জয়নিউজ/শ্যামল/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM