ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে গেছেন কৌতুক অভিনেতা ভ্লাদিমির জিলেনস্কি। রাজনীতিতে অনভিজ্ঞ এই অভিনেতার নির্বাচনি বুথ সমীক্ষায় (এক্সিট পোল) সবচেয়ে বেশি ভোট জিতে নিয়েছেন। জিলেনস্কির নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশটির বর্তমান প্রেসিডেন্ট পিত্রো পরাশেনকা ভোট পেয়েছেন তার প্রায় অর্ধেক।
রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত ভোটে ৪১ বছর বয়সী অভিনেতা জিলেনস্কি ৩০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। ১৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে পেত্রো পরাশেনকা দ্বিতীয় অবস্থানে। এ মাসের ২১ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ দুজন।
ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, ‘আমি খুবই আনন্দিত। কিন্তু এটাই চূড়ান্ত কিছু নয়।
বর্তমান প্রেসিডেন্ট পরাশেনকা তার দ্বিতীয় স্থান পাওয়াকে ‘কঠিন শিক্ষা’ বলে মন্তব্য করেছেন।
এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেনকা তৃতীয় হয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছেন।