ভেজাল ঘি বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে হাটহাজারী সরকারহাট বাজারে এ অভিযান চালানো হয়।
ঘণ্টাব্যাপী এ অভিযানে প্রায় ১০০ লিটার বাঘাবাড়ি ব্র্যান্ডের ভেজাল ঘি জব্দ করা হয়। পরে এ ঘি ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারহাট বাজারের দুই মুদি দোকানে অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার ভেজাল ঘি জব্দ করা হয়। পরে জব্দ করা ঘি ধ্বংস করা হয়। ভেজাল ঘি বিক্রির দায়ে জনপ্রিয় স্টোরের মালিক সুনীলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দোকানদারকে সতর্ক করা হয়।
জয়নিউজ/তালেব/আরসি