‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় জেলা শহরের টাউন হলের সামনে থেকে র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
এখানে অটিজম দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথি বলেন, প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশ এখন সুদৃঢ় অবস্থানে আছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও বর্তমানে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। সাধারণ মানুষের মতো দেশের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও ডিজিটাল সেবার প্রয়োজন রয়েছে।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা. মো. ইদ্রিস আলী, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, সমাজসেবা উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।