খাসোগির সন্তানদের বাড়ি দিল সৌদি আরব

সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাসোগির সন্তানদের সৌদি কর্তৃপক্ষ বাড়ি দিয়েছে। এছাড়া কর্তৃপক্ষ তাদের প্রতিমাসে কয়েক হাজার ডলারও দিচ্ছে। সোমবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

- Advertisement -

সৌদি সরকারের কট্টর সমালোচক খাসোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যার পর তার দেহ কেটে টুকরো টুকরো করা হয়। রিয়াদ থেকে ১৫ সদস্যের একটি দল সেখানে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। ওয়াশিংটন পোস্ট জানায়, খাসোগির পরিবারের সঙ্গে সৌদি সরকারের সমঝোতায় পৌঁছানোর অংশ হিসেবে তার দুই ছেলে ও দুই মেয়েকে এই অর্থ দেওয়া হচ্ছে।

- Advertisement -google news follower

পত্রিকাটি আরো জানায়, বন্দরনগরী জেদ্দায় খাসোগির সন্তানদের ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, খাসোগির সন্তানরা প্রতিমাসে ১০ হাজার ডলার বা এককালীন প্রত্যেকে এক কোটি ডলার করে পেতে পারেন।

- Advertisement -islamibank

সৌদি আরব প্রাথমিকভাবে জানায়, এই হত্যার ব্যাপারে তারা কিছুই জানে না। তবে পরে স্বীকার করে যে দুর্বৃত্ত এজেন্টরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM