প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজমে আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয়। আগামী বাজেটে দেশের ১৪ লাখ প্রতিবন্ধী শিশুর ভাতার ব্যবস্থা করবে সরকার।
তিনি মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। এর আগে তিনি ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ এর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কাজ করছে। দেশে কোনো শ্রেণির মানুষ আর অবহেলিত থাকবে না। প্রত্যেক প্রতিবন্ধীকে ভাতা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
একইসঙ্গে অটিস্টিকসহ প্রতিবন্ধী মানুষের অধিকার অর্জনে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।