চীনের হিবি প্রদেশে ২৭৭ বছর আগের বিরাটাকায় একটি লোহার ঘণ্টা খুঁজে পাওয়া গেছে।
এক মিটার উঁচু ঘণ্টাটির ওজন ২০০ কেজি। এর নিচের প্রান্তের ব্যাস ৮০ সেন্টিমিটার ও উপরের দিকে এর ব্যাস ২ সেন্টিমিটার।
ঘণ্টাটি দু’টি অংশে বিভক্ত। এর উপরের দিকে সা¤্রাজ্য ও যুবরাজের দীর্ঘায়ু কামনা করে একটি প্রার্থনা মুদ্রিত রয়েছে। নিচের অংশে লেখা রয়েছে ঘণ্টাটি তৈরির ইতিহাস।
এক পুরাতত্ত্ব বিশেষজ্ঞ জানান, চীনের ঘণ্টার একটা ইতিহাস রয়েছে। একসময় বার্তা আদান-প্রদানের কাজে এসব ঘণ্টা ব্যবহার করা হতো। পরে এগুলো সঙ্গীত যন্ত্র এবং বলিদানের অনুষ্ঠানে ব্যবহার করা শুরু হয়।ঘণ্টাটি হিবির দক্ষিণ এলাকার ধর্ম, সংস্কার ও লৌহবস্তু নির্মাণের ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করবে।
জয়নিউজ/আরসি