সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন সংস্কার বা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ আগস্ট আবার বৈঠকে বসবে কমিশন। তবে এর মধ্যে আরপিও সংশোধনে সিদ্ধান্ত না হলে বর্তমান আইনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।
এর আগে রোববার (২৬ আগস্ট) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে ইসি’র ৩৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এতে সভাপতিত্ব করেন।
জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশনার কবিতা খানম উপস্থিত ছিলেন না। তিনিই মূলত এ সংক্রান্ত আইনটি দেখছেন। তার অনুপস্থিতিতে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি নির্বাচন কমিশনাররা।
তবে বৈঠকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে।
জয়নিউজ/আরসি