পাটখাতে অর্থ বরাদ্দ, বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে সারাদেশে পাটকল শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। ধর্মঘটের মধ্যে ৪ ঘণ্টা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি রয়েছে শ্রমিকদের। এর কারণে ঢাকা-চট্টগ্রাম এবং চবি ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়া আমিন জুটমিলের সামনের হাটহাজারী সড়কেও যানযটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। চট্টগ্রাম নগর ও জেলার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের সামনে তারা এ বিক্ষোভ করে। দুপুর ১২টা পর্যন্ত চলবে এ অবরোধ। চট্টগ্রাম ছাড়া খুলনা ও রাজশাহীর পাটকলগুলোতেও চলছে এ ধর্মঘট।
অবরোধের কারণে মঙ্গলবার (২ এপ্রিল) চট্টগ্রাম থেকে ঢাকায় মেঘনা, পাহাড়িকা ও সোনার বাংলা এক্সপ্রেস প্রায় ৪৫ মিনিট দেরিতে ছাড়ে। বুধবারও অবরোধের কারণে ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে।
এদিকে নগরের আমিন জুটমিলের শ্রমিক-কর্মচারীদের অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ও নাজিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আমিন জুটমিলের সামনে হাটহাজারী সড়ক অবরোধের কারণে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আমিন জুটমিল সিবিএ সভাপতি আরিফুর রহমান জয়নিউজকে বলেন, সরকারের সঙ্গে আমাদের কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি।
বিজেএমসি থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে আমাদের দাবির কোনো প্রতিফলন নেই, জানান তিনি।