রমজানে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সামনে রমজান। এই সময় তেল, ছোলা, চিনিসহ নিত্যপণ্যের মূল্য নিয়ে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে। পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি মূল্য যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বুধবার (৩ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপিত সিটি ইকোনমিক জোনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।
ভিডিও কনফারেন্সে রূপগঞ্জ প্রান্ত থেকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গণভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. ফখরুদ্দীন উপস্থিত ছিলেন।
এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জয়নিউজ/অভিজিত/আরসি