চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুরোধে ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাহার করেছেন চসিক কাউন্সিলর ও বিভিন্ন সংগঠনের নেতারা।বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জয়নিউজকে নিশ্চিত করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
জনগণের কথা বিবেচনা করে মেয়রের বিশেষ অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করা হলো উল্লেখ করে হাসনী বলেন, আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণকে কষ্ট দিতে পারি না। তাই আগামী রোববার (৭ এপ্রিল) পর্যন্ত সব কর্মসূচি প্রত্যাহার করেছি।
তিনি জানান, নগরের ৪১ ওয়ার্ডের কাউন্সিলর অফিস খোলা থাকবে। সোমবার আবার নতুন কর্মসূচি দেওয়া হবে।
তবে মেয়রের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যোগ করেন তিনি।