পুরান ঢাকার বনেদি বাড়ির মেয়ে হেনা। বাড়ির ঝি, চাকর, দারোয়ানদের বাদ দিলে বাবা-মেয়ের সংসার। হেনাদের বাড়ির পাশের গলিতে একটা বাসা ভাড়া করে থাকে রতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছে। হেনার সঙ্গে রতনের অন্তরঙ্গতা তৈরি হয় পরিবারের অজান্তে।
একসময় দু’জনের পরিবার থেকেই ওঠে বিয়ের প্রসঙ্গ। রতনের গ্রামের বাড়ি থেকে খবর আসে। বাড়ি গিয়ে রতন জানতে পারে বাবা তার বিয়ে ঠিক করেছেন। একইভাবে হেনার বাবাও পাত্র খুঁজছেন! রতন-হেনা এখন কি করবে!
এমন গল্পের বিশেষ নাটকটির নাম ‘টানাপোড়েন’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে হেমা চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও রতন সেজেছেন ওমর আয়াজ অনি।
এনটিভির ঈদ আয়োজনে নাটকটি প্রচার হবে রোববার (২৬ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে।
জয়নিউজ/আরসি