বান্দরবানে সনাতনী হিন্দু সম্প্রদায়ের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা এবং বারুণী স্নান শুরু হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে সাঙ্গু নদীর পাড়ে অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচিতে ছিল গঙ্গাপূজা, মঙ্গলদীপ প্রজ্জলন, ভজন-কীর্তন, মহাপ্রসাদ বিতরণ, গঙ্গাদেবীর আরতি, হাজার প্রদীপ নিবেদন। সকালে সাঙ্গু নদীতে গঙ্গাপূজা ও স্নানে অংশ নেয় পুণ্যার্থীরা।
আয়োজক কমিটির সদস্য রাজু কর্মকার বলেন, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির পুণ্যলগ্নে সনাতনী হিন্দু সম্প্রদায় গঙ্গা পূজা ও বারুণী স্নান করে। গঙ্গাস্নান করলে সব পাপ মোচন হয়, বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। পুষ্পাঞ্জলি ও প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে উৎসব শেষ হবে।