সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদে দুর্ঘটনা কম হলেও মৃত্যুহার বেশি। দুর্ঘটনা কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো ও মৃত্যুর মিছিল বন্ধ করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সড়ক বিশেষজ্ঞদের পরামর্শ ও তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর ইন্টারসেকশন আলোকিতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন ।
দুটি গাড়ির রেষারেষি থেকে দুর্ঘটনা ঘটে না মন্তব্য করে মন্ত্রী বলেন, সম্প্রতি নরসিংদী, নাটোর ও ফেনীতে যে তিনটি দুর্ঘটনা ঘটেছে তা অটোরিকশা, লেগুনা এবং ব্যাটারিচালিত যানবাহনের কারণেই হয়েছে। মহাসড়কে ছোট যান নিষিদ্ধ করা হলেও ঈদের সময় তারা বাড়তি সুবিধা নেয়।
তিনি বলেন, নির্বাচন চলাকালীন এ সরকারই থাকবে, তবে আকারে একটু ছোট হবে।