প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে প্যারিসের এক হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের রাজা ‘কালোমানিক’ খ্যাত পেলে।
সম্প্রতি ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের সঙ্গে প্যারিসে একটি অনুষ্ঠানে অংশ নেন পেলে। এরপরেই জ্বরে আক্রান্ত হন ৭৮ বছর বয়সী এ কিংবদন্তি।
হাসপাতালে ভর্তি হওয়ার পর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ফ্রেঞ্চ সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত। আপাতত সুস্থ হলেও বড় রকমের স্বাস্থ্যঝুঁকিতে আছেন তিনি। দিন দিন অবনতি হচ্ছে তাঁর শারীরিক অবস্থার!
উল্লেখ্য, ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১২৮১টি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন পেলে। ব্রাজিলের জার্সি গায়ে ৯১ ম্যাচে করেছেন ৭৭টি গোল। জিতেছেন ১৯৫৮, ৬২ ও ৭০ এর বিশ্বকাপ।
২০০০ সালে শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয় পেলের নাম।