চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নগরপিতা আ জ ম নাছির উদ্দীন। সম্প্রতি তার সঙ্গে এক প্রকৌশলীর অশোভন আচরণে উত্তাল চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন।
চট্টগ্রামের কর্মবীর এই মেয়রের হাত ধরেই এগিয়ে চলছে এ শহরের উন্নয়নযজ্ঞ। ক্লিন সিটি গ্রীন সিটির রুপকার মেয়র নাছির চট্টগ্রামের সড়ক প্রশস্ত করণে প্রথম থেকেই ছিলেন বদ্ধপরিকর।
হালিশহরের বড়পোলে জলাবদ্ধতা নিরসনে চসিকের নালা সোজা করার প্রকল্পে বাঁধ সাধেন সেই প্রকৌশলী। তাকে ‘থাপ্পড় মারার’ মিথ্যে অভিযোগ রটান মেয়রের বিরুদ্ধে। যদিও হাওয়া লাগেনি সেই অভিযোগের পালে। বরং অভিযোগ করে নিজেই ফেঁসে গেছেন প্রকৌশলী পলাশ।
চট্টগ্রামের নগরপিতার বিরুদ্ধে এমন অভিযোগে রাজপথে নেমে আসেন সর্বস্তরের জনতা। খোদ প্রকৌশলীগণ মেয়রের পক্ষে অবস্থান নিয়েছেন। রাজপথের আন্দোলনের পাশাপাশি মেয়রের পক্ষে কলম ধরেছেন অনেকেই। তেমনই একজন চট্টগ্রামের কবি হাছান মাহমুদ।
তিনি লিখেছেন:
জননেতা আ জ ম নাছির ভাই
করেছে চট্টলার উন্নয়ন আজ,
উনার নামে মিথ্যে অভিযোগ রটিয়ে হবে না কোনো কাজ।
চট্টগ্রামের মেয়র তিনি
উনার চেষ্টায় চট্টগ্রাম পাবে নতুন সাজ
চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা।
তিনি ভাবেন প্রতিনিয়ত চট্টগ্রামের কথা
তাহার চাইয়ে বুঝবেন কে ভাল চট্টগ্রামের উন্নয়নের কথা?
জননেতা আ জ ম নাছির উদ্দীন
চট্টগ্রামের জনমানুষের নেতা
যত রটাবেন মিথ্যে কথা
ততউ বাড়বে তার জনপ্রিয়তা
জননেতা আ জ ম নাছির ভাই
চট্টলার প্রিয় নেতা।