ঈদে অনলাইনে ট্রেনের আগাম টিকিট মিলবে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, এবার পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে ।

- Advertisement -

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। টিকিট বিক্রির জন্য এ মাসে নতুন অ্যাপ চালু করা হবে বলেও তিনি জানান।

- Advertisement -google news follower

রেলমন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের টিকিট পেতে ভোগান্তি বন্ধ ও কালোবাজারি ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঈদ এলে কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রির হাট বসে যায়। এবার আমরা চেষ্টা করব, এই টিকিট যেন রেলভবন থেকে দিতে পারি। টিএসসি, সায়েদাবাদ, বসুন্ধরাসহ বিভিন্ন পয়েন্ট থেকেও টিকিট দিতে চাই।

- Advertisement -islamibank

রেলমন্ত্রী আরও জানান, টিকিট বিক্রির জন্য এ মাসেই নতুন অ্যাপ চালু করা হবে। অ্যাপের মাধ্যমে বিকাশ বা অন্যান্য মাধ্যমে টাকা পরিশোধ করে অনলাইনে ট্রেনের আগাম টিকিট কেনা যাবে।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM