বান্দরবানে ৪ দিনব্যাপী মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হবে ১৩ এপ্রিল।
শনিবার (৬ এপ্রিল) সকালে জেলা শহরের রিস্বংস্বং রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে উৎসব আয়োজক কমিটি।
কমিটির সভাপতি হ্লাএমং মারমার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কোকোচিং মারমা, মহিলা বিষয়ক সম্পাদক সাইং সাইং ওয়ং মারমা, প্রচার প্রকাশনা সম্পাদক নুমং প্রু মারমা, ট্রাফিক সার্জেন্ট রাজু দাশ, জীপ-কার-মাইক্রো শ্রমিক ইউনিয়মের সভাপতি হারুন-উর-রশিদ ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
কমিটির সভাপতি হ্লাএমং মারমা বলেন, সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ মৈত্রী পানিবর্ষণ জলকেলী উৎসব অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ এপ্রিল বিকালে রাজারমাঠে। এছাড়াও ঐতিহ্যবাহী খেলাধুলা, তৈলাক্ত বাঁশ আহরণ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় পুরাতন রাজবাড়ি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা শিল্পগোষ্ঠীসহ স্থানীয় শিল্পীরা নাচ-গান পরিবেশন করবে।