আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৩০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। গত বছর আগস্ট থেকে দেশটিতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস।
দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এখনও হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত। এই ভাইরাস সংক্রমণে মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত ৩৩৮ আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা প্রদান শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সবাই সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছে জাতিসংঘ।
২০১৩-১৫ সালে পশ্চিম আফ্রিকায় মহামারীর আকার নেয় ইবোলা।
জয়নিউজ/আরসি