এলার্ট জারি আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে এমন কিছুই হয়নি যার কারণে কিছুদিন পর পর আমেরিকার এলার্ট ঘোষণা করতে হবে, এটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

- Advertisement -

রোববার (৭ এপ্রিল) মিরপুর পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

- Advertisement -google news follower

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিকদের জন্য দেশটির সরকার যে অ্যালার্ট জারি করেছে, তেমন কিছু এখানে ঘটেনি। তারা হুমকির মুখে নেই। এটা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এ দেশে তারা ঝুঁকিতে নেই। কেন তারা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।

৬১৪ জন চরমপন্থি আত্মসমর্পণ করতে যাচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সব ধরণের সহায়তা করা হবে বলেও জানান তিনি।
এসময় এখন পর্যন্ত খালেদা জিয়া প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM