চাঞ্চল্যকর ডা. মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৭ এপ্রিল) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত মিতুর জামিন নামঞ্জুর করেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জয়নিউজকে বলেন, রোববার ডা. আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এতে বিরোধিতা করে। পরে শুনানি শেষে আদালত তানজিলা হক চৌধুরী মিতুর জামিন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় স্ত্রী’র পরকীয়ার জের ধরে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার পরে আকাশের মা বাদী হয়ে মিতুসহ ছয়জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ৪ ফেব্রুয়ারি তানজিলা হক চৌধুরী মিতুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।