আবুল খায়ের গ্রুপকে জরিমানা

কর্ণফুলী নদীতে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে দূষণের অপরাধে শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের একটি কারখানাকে ৭ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

- Advertisement -

রোববার (৭ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মেট্রো) আজাদুর রহমান মল্লিক এ আদেশ দেন। প্রতিষ্ঠানটি হচ্ছে নগরের বায়েজিদ বোস্তামি থানার নাসিরাবাদ শিল্প এলাকার মেসার্স আবুল খায়ের কনডেন্স মিল্ক অ্যান্ড বেভারেজ লিমিটেড।

- Advertisement -google news follower

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) সংযুক্তা দাশগুপ্তা বলেন, ২৮ মার্চ কারখানাটি পরিদর্শনের পর রোববার তাদের শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে তাদের ৭ লাখ ৬৮ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

এদিকে নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় পাহাড় কাটার অপরাধে মো. আলী হোসেনসহ কয়েকজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

- Advertisement -islamibank

এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় ৪ এপ্রিল পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। রোববার শুনানি শেষে তাদের জরিমানার পাশাপাশি কেটে ফেলা পাহাড়ের অংশ আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংযুক্তা।

জয়নিউজ/পার্থ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM