চৈত্রের শেষে একপশলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেল নগরবাসীকে। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। দুপুর গড়াতেই গুমোট মেঘ পরিণত হয় বৃষ্টিতে। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে নগরবাসী।
এছাড়া সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণসহ শিলাবৃষ্টি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ।
সেইসঙ্গে আগামী দুইদিন দেশের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দেশের দক্ষিণাংশ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।