বন্দরে চোরাই কাপড়সহ গ্রেপ্তার ২

নগরের বন্দর এলাকা থেকে চোরাই ৩৩১টি কাপড়ের রোলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

- Advertisement -

রোববার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে বন্দরের মুনসুর মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার মৃত আজাহার আলী শরীফের ছেলে মো. ইসমাইল(২৯) ও নোয়াখালীর রফিকউল্লাহর ছেলে মো. আবদুল হাকিম (৩৫)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জয়নিউজকে বলেন, শুল্ক সুবিধা নিয়ে আমদানিকৃত গার্মেন্টস পণ্য (কাপড়ের রোল) চোরাইভাবে খোলা বাজারে বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বন্দরের মুনসুর মার্কেটের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে জননী স্টোর নামক কুলিং কর্ণারের সামনে থেকে ১টি কাভার্ড ভ্যান, ৩৩১টি কাপড়ের রোলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে চোর চক্রটি বিশেষ সিন্ডিকেটভুক্ত হয়ে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে এক শ্রেণির অসাধু মালিক-কর্মকর্তার মাধ্যমে দীর্ঘদিন ধরে এ  ধরণের কাজে সক্রিয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM