রাউজানের পাহাড়তলী তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৮ এপ্রিল) রাত ৮টা ৪০মিনিটের সময়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাঙ্গুনিয়া দমকল বাহিনীর সদস্যরা রাত ৯টার সময়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়নিউজকে বলেন, অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্র প্রতিদিনের মতো আবারো বিদ্যুৎ উৎপাদন করবে বলে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা চেয়ারম্যান রোকন উদ্দিনকে জানিয়েছেন বলেন তিনি। তাপ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করার সময়ে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়।