আলোর মুখ দেখছে ১০ গ্রামের মানুষ

মানিকছড়ি উপজেলা সদর থেকে ডাইনছড়ি-বাটনাতলী হয়ে সালদা পর্যন্ত ১০ কিলোমিটার পর্যন্ত  ১১ হাজার কেভি বিদ্যুৎলাইন সংযোগের উদ্বোধন করেছেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

- Advertisement -

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১২টায় বাটনাতলী আর্মি ক্যাম্পের সামনে তিনি এ নতুন সংযোগ উদ্বোধন করেন।

- Advertisement -google news follower

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।

- Advertisement -islamibank

এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ১০কি.মি. নতুন লাইনের আওতায় বিদ্যুৎ সুবিধা পাবে ১০ গ্রামের ৫ শতাধিক পাহাড়ি-বাঙালি পরিবার।

জয়নিউজ/সবুজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM