শেরপুরে টহল পুলিশের ওপর চরমপন্থিদের হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়ন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তার নাম নান্নু মিয়া (৪২)। রাত সোয়া ১২টার দিকে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানিয়েছেন, নান্নু মিয়া ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
বুলবুল ইসলাম বলেন, ভবানীপুর বাজার এলাকায় পুলিশের নিয়মিত রাত্রিকালীন টহলদল ছিল। নান্নু মিয়াসহ পুলিশের দুই কনস্টেবল ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে টহল দিচ্ছিলেন। তাদের গাড়িটি যখন ভবানীপুর মন্দির সড়ক দিয়ে বাজারের দিকে যাচ্ছিল তখন চরমপন্থিরা বাজারে পোস্টারিং করে ফিরছিল। এ সময় নান্নু মিয়া তাদের চ্যালেঞ্জ করলে তারা তার ডান হাঁটুতে গুলি করে।
বুলবুল ইসলাম জানান, চরমপন্থিদের সাঁটানো ওসব পোস্টারে লেখা ছিল, ‘পাবনায় কয়েকটি বিপ্লবী সংগঠনের নামে রাষ্ট্রীয় চক্রান্তে ৬১৪ জন সদস্যের নাটকীয় আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করুন— মার্কসবাদ, লেনিনবাদ জিন্দাবাদ।’
উল্লেখ্য, চরমপন্থিদের ৬১৪ সদস্যের মঙ্গলবার (৯ এপ্রিল) পাবনায় আত্মসমর্পণের কথা রয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।