জামিন পেলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৭ আগস্ট) বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আমীর খসরুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সচিব মোঃ সেলিম জয়নিউজকে বলেন, ঢাকার মামলায় ৭ সপ্তাহ, চট্টগ্রামের মামলায় ৬ সপ্তাহ জামিন দিয়েছে উচ্চ আদালত।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন চলাকালে তার ফাঁস হওয়া অডিও ক্লিপের সূত্রে ঢাকায় ও চট্টগ্রামে দুটি মামলা হয়।
চট্টগ্রামের মামলার বাদী নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকারিয়া দস্তগীর।